ঢাকাবুধবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রীতি ফুটবল ম্যাচে পূর্বধলাকে হারাল গৌরীপুরের টিম

গৌরীপুর নিউজ
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোটার :
ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে গৌরীপুর উপজেলা বনাম নেত্রকোণার পূর্বধলা উপজেলা ফুটবল টিমের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ১-০ গোলে বিজয়ী হয়েছে গৌরীপুর উপজেলার ফুটবল দল। এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। রেফারীর দায়িত্ব পালন করেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ মোস্তাকীম।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম, সদস্য সচিব সাঈদ আহমেদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com