ঢাকামঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ-প্রতিবাদ

গৌরীপুর নিউজ
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার, যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, লোহাগড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশের কার্যালয় থেকে বের হয়ে মিছিল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান কাউসার, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আরিফ আহাম্মেদ, এনজিও ও মানবাধিকার কর্মী আব্দুল বাছেদ, মো. আব্দুল ওয়াহেদ, মো. মোজাম্মেল হক, ক্ষেত-মজুর সমিতি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি সুশান্ত দেবনাথ খোকন, গৌরীপুর কৃষক সমিতির সাধারণ সম্পাদক হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সহসম্পাদক মো. মিলন মিয়া, প্রভাষক মো. মোখলেছুর রহমান, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, ব্যবসায়ী মো. হারুন মিয়া, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, পেশাজীবী সংগঠনের সদস্য হারুন অর রশিদ, কাছম আলী, মো. মোশাররফ হোসেন, মো. এনামূল হক প্রমুখ। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয়’৭১ চত্বরে সাংবাদিকদের আয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com