ঢাকাশনিবার , ২ মার্চ ২০১৯

গৌরীপুরে নৌকা পেলেন বিধু ভূষণ দাস

গৌরীপুর নিউজ
মার্চ ২, ২০১৯ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস। শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের এক সভায় পঞ্চম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চতুর্থ ধাপে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ। এতে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলায় চেয়াম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বিধু ভূষণ দাসকে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, দলের দুঃসময়ের কান্ডারী, নিবেদিত ও ত্যাগী নেতা বিধু ভূষণ দাস। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের জন্য কোন কিছু চাননি। তাই তাঁর শেষ জীবনের চাওয়াকে পরিপূর্ণতা দিতে দলের স্থানীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য আহবান জানিয়েছেন তিনি।
ময়মনসিংহের গৌরীপুর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন তারিখ আগামী ৩১ মার্চ (রবিবার) ধার্য করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও গৌরীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটানিং অফিসার দেওয়ান সারওয়ার জাহান এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গণ বিজ্ঞপ্তিতে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ ও ভোট গ্রহনের তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com