ফারুক আহাম্মদ : নিরাপদ পানির ব্যবহার, সুস্থ্য জীবনের অঙ্গীকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা পপি’র আরএসিই প্রকল্পের সার্বিক সহযোগীতায় বুধবার (২০ মার্চ) স্কুল পর্যায়ে ওয়াশ সচেতনা বিষয়ক কর্মসূচী পালিত হয়েছে। সকল কাজে নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং ব্যক্তিগত ও পারিপার্শিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থী ও জনসাধারনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, হাতধোয়া প্রদর্শন, কবিতা আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন, পুরস্কার বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মাজহারুল আনেয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, বে-সরকারী উন্নয়ন সংস্থা পপির সংশিষ্ট প্রকল্পের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com