ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯

গৌরীপুরে পপি’র ওয়াশ সচেতনতা বিষয়ক কর্মসূচী

গৌরীপুর নিউজ
মার্চ ২১, ২০১৯ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফারুক আহাম্মদ : নিরাপদ পানির ব্যবহার, সুস্থ্য জীবনের অঙ্গীকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা পপি’র আরএসিই প্রকল্পের সার্বিক সহযোগীতায় বুধবার (২০ মার্চ) স্কুল পর্যায়ে ওয়াশ সচেতনা বিষয়ক কর্মসূচী পালিত হয়েছে। সকল কাজে নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং ব্যক্তিগত ও পারিপার্শিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থী ও জনসাধারনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, হাতধোয়া প্রদর্শন, কবিতা আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন, পুরস্কার বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মাজহারুল আনেয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, বে-সরকারী উন্নয়ন সংস্থা পপির সংশিষ্ট প্রকল্পের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com