ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পিআইবি’র নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

গৌরীপুর নিউজ
মার্চ ১৯, ২০১৯ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে সম্ভাব্য সাংবাদিকদের জন্য নারী ও শিশু উন্নয়ন বিষয়ক দু’দিনব্যাপি প্রশিক্ষণ মঙ্গলবার (১৯ মার্চ) সম্পন্ন হয়েছে। পিআইবির’র মহা পরিচালক তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আরিফ আহমেদ। প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য দেন চায়না রানী সরকার। আলোচনা শেষে ৩৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরন করা হয়।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বি, বিশিষ্ট জেন্ডার বিশেষজ্ঞ আব্দুল্লাহ শাহরিয়ার, সমষ্টির পরিচালক (প্রোগ্রাম) মীর শহিদুল আলম।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com