স্টাফ রিপোর্টার :
‘ভোটার হব, ভোট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুক্রবার (১ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথের সঞ্চালনায় পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার আব্দুর রহিম, উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ হুর, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com