ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০১৯

গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের কবরাস্থান জিয়ারত

গৌরীপুর নিউজ
মার্চ ২৬, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান কবির: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধাদের কবরাস্থান জিয়ারত করা হয়েছে। এসময় শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ মোনাজাতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ইউএনও ফারহানা করিম, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আবু সাঈদ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল কুমার চন্দ্রসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com