শাহজাহান কবির: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, ফজলুল হক খান, নিজাম উদ্দিন চিশতি, প্রদীপ বাবু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমার ফারুক স্বাধীন প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com