ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০১৯

গৌরীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুক্তিযোদ্ধারা

গৌরীপুর নিউজ
মার্চ ২৫, ২০১৯ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান কবির: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, ফজলুল হক খান, নিজাম উদ্দিন চিশতি, প্রদীপ বাবু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমার ফারুক স্বাধীন প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com