ময়মনসিংহবুধবার , ২০ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

গৌরীপুর নিউজ
মার্চ ২০, ২০১৯ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে হতদরিদ্রদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গৌরীপুর স্টেশন রোড এলাকায় স্থানীয় ডিলার জিয়াউর রহমানের দোকানে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, খাদ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান, তদারকি কর্মকর্তা মামুন উর রশিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমান জানান, এ উপজেলায় উক্ত কর্মসূচীর ৩৬ জন ডিলারের মাধ্যমে ২০ হাজার ৮১৩ জন সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি করা হবে। মার্চ-এপ্রিল দু’মাসব্যাপি এ কর্মসূচীর সুবিধাভোগীরা প্রতি মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার প্রত্যেক ডিলারের দোকানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com