তোফাজ্জল হোসেন: গৌরীপুর হেল্পলাইন নামে অনলাইন ভিত্তিক জনপ্রিয় ফেইসবুক গ্রুপের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) রোজ মঙ্গলবার গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়েছে।
এ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন বেসিক লার্নিং সেন্টার ও উদীয়মান স্বেচ্ছায় রক্তদান সংগঠন। এ কর্মসূচীর মাধম্যে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীর বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এময় সংগঠনের এডমিন প্যানেল ও মডারেটরগণ বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোস্তাকিম আহমেদ, জয় বিশ্বাস,শুভ্র সোম, এইচ.টি. তোফাজ্জল হোসেন, আশিক নূর, জাকিরুল ইসলাম, হিমন আহমেদ, প্রত্যয় হংস, নির্ঝর মাহমুদ, সাদাত উল্লাহ সাদমান, লোকমান হোসাইন, নুরুল আমিন চৌধুরী, দেলোয়ার হোসেন, প্রত্যয় কুমার সরকার, পায়েল এস পিউ, মালবিকা সুক্তি, সাফিয়া আক্তার ওমি, আফরোজা আক্তার জলি, জাকিয়া সুলতানা, আল আমিন, মনি আক্তার প্রমূখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com