ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯

দুই ভাইকে হত্যা: ১৮ বছর পর রায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

গৌরীপুর নিউজ
মার্চ ২০, ২০১৯ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দায় দুই ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৮ বছর পর চার আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), তার ছেলে আনোয়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে জেলার তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ধারালো রাম দা ও বল্লম দিয়ে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ওই বছরের ৪ আগস্ট নিহতদের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৮ বছর পর বিচারক আজ এই রায় দেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com