ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০১৯

প্রয়াত সাংবাদিক মজিবুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া-মাহফিল

গৌরীপুর নিউজ
মার্চ ১, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সহ সভাপতি সদ্য প্রয়াত সাংবাদিক মজিবুর রহমান স্মরণে শুক্রবার বাদ জুম্মা গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় শোকসভায় মরহুমের স্মৃতিচারন করেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, রাজ গৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সহ সভাপতি আজম জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, ইউপি চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ, মরহুমের ভাই হাবিবুর রহমান, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের পরিচালক ওস্তাদ আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুল গফুর, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান তালুকদার লিটন, আবু সাঈদ ফারুকুজ্জামান, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ প্রমুখ। শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন গৌরীপুর বড় মসজিদের মোয়াজ্জিন আবু সাঈদ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com