ময়মনসিংহরবিবার , ২৮ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে নির্বাচনে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৮, ২০১৯ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনেকদিন পর সচল হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। শনিবার ঘোষণা করা হয়েছে এই সমিতির নির্বাচনের তফসিল। আগামী ২৭ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু।

তিনি বলেন, ‘মামলার কারণে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি অনেক বছর। এবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সবকিছু ঠিক থাকলে ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এই সমিতির সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট। ২০১১-১৩ মেয়াদি এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল। এরপর কমিটির মধ্যে নানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি।

সরকারি প্রশাসক দিয়ে চলে আসছিল এই সমিতি। এরপর ২০১৬-২০১৮ মেয়াদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রশাসক। কিন্তু প্রযোজক সমিতির গঠনতন্ত্র ৯ (গ) ধারা দেখিয়ে একজন প্রযোজক হাইকোর্টে মামলা ঠুকে দিলে নির্বাচন বন্ধ হয়ে যায়।

ওই ধারায় বলা আছে, কেউ যদি পরপর তিনবার অর্থাৎ ছয় বছর টানা নির্বাচিত হন, তাহলে পরের একবার বিরতি দিয়ে আবারও তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত এমন সাতজন প্রার্থী আবারও প্রার্থী হয়েছিলেন।

২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়। তার রিটের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর সেই স্থগিতাদেশের জেরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি আর।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com