বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও ঢাবি, রাবি, চবি, ইবি, বুয়েট, রুয়েট ও শাবিপ্রবিসহ মোট ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়।
গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সেমি-ফাইনালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়। সর্বশেষ আজকের ফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় লড়ে শক্তিশালী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে।
খেলার প্রথমার্ধে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ২-১ গোলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে থাকে। পরে খেলার শেষার্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও দুটি গোল করে ৪-১ গোলের বড় ব্যবধান তৈরি করে। যা অনেক চেষ্টার পরও ভাঙা সম্ভব হয়নি যবিপ্রবি টিমের পক্ষে। আর এতেই শিরোপা জিতে ঘরের মাঠেই চ্যাম্পিয়ন ট্রফি তুললেন বিশ্ববিদ্যালসমূহে ফুটবল অঙ্গনের অন্যতম শক্তিশালী দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল দল।
খেলার ম্যান অব দ্যা টুনামেন্ট হন যবিপ্রবি টিমের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পুষ্পক বৈরাগী এবং আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাবি টিমের ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত।
খেলা শেষে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিমের হাতে রানারআপ ট্রফি এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিমের হাতে তৃতীয় স্থান অধিকারের ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিদ্বয় প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. হুমায়ুন কবীর ও শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামানসহ প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com