সরকারের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের জন্য জনগণকে সোচ্চার করতে বিএনপি কাজ করছে বলে জানান তিনি।
ফখরুল বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। যথাসময়ে আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।’
সোমবার ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে আমরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। আমরা আজকে শপথ নিয়েছি দেশের গণতন্ত্রকে যে হরণ করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, সারাদেশের হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয়া হয়েছে সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করবো।’
বিএনপি আন্দোলন কর্মসূচি নিয়ে কি ভাবছে এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আন্দোলন কর্মসূচির একটি ধরন ও কৌশল থাকে। আপনারা হরতাল, জ্বালাও পোড়াওকে যদি আন্দোলন মনে করেন তাহলে আমরা একমত নই। জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে। সেটাকেই আমরা আন্দোলন মনে করি। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এবং আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।’
বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, অনেক দিন পর নববর্ষের দিনে আমরা খুব সীমিত আকারে মাত্র তিনজন তার সঙ্গে হাসপাতালে দেখা করতে পেরেছি। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি দলের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, যে মামলাগুলো আছে তার আইনি প্রক্রিয়ার খোঁজ নিয়েছেন। দল এবং ঐক্য অটুট রাখার জন্য বলেছেন।
প্যারোল মুক্তির বিষয়টি বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সিদ্ধান্ত বলেও দাবি করেছেন ফখরুল।
এ সময় ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, সদস্য সচিব নজরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com