ময়মনসিংহের গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রেষণ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
বুধবার বিকেলে (১৭ এপ্রিল) বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর কাউন্সিলর দিলুয়ারা আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের ওয়াসিকুল ইসলাম রবিন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী আশরাফ আবীর, অভিভাবক গোলাম মোস্তফা, উপাধাক্ষ্য এমদাদুল হক, মঞ্জুরুল হক, আজিম উদ্দিন, আওলাদ হোসেন জসিম, নূর মোহাম্মদ ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের যোগদান করেই শিক্ষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে অন্যত্র প্রেষণে চলে যান। বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর পাঠদান চলছে ১২ জন শিক্ষক দিয়ে। এর মধ্যে পাঁচ জন শিক্ষক প্রেষণে থাকায় চতুর্থ ঘণ্টা পর বিদ্যালয় ছুটি হয়ে যায়। এতে করে এখানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। কিছুদিন আগে বিদ্যালয়ের একমাত্র উচ্চমান সহকারীকেও প্রেষণে অন্যত্র নেওয়া হয়েছে। এতো অনিয়মের মধ্য দিয়ে একটা বিদ্যালয় চলতে পারে না। অচিরেই শিক্ষক সঙ্কট সমাধান না করা হলে আগামী দিনে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।
এ বিষয়ে জানতে গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খাতুনের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com