নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই গ্রামের মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা দল বেঁধে হাঁসের বাচ্চা ধরতে গেলে পর্যায়ক্রমে ওই ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com