ময়মনসিংহের গফরগাঁওে একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার এ ঘটনায় সোমবার বিকালে অভিযুক্ত দবির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, ধোপাঘাট গ্রামের ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়তের পথে উত্যক্ত করতেন একই গ্রামের দবির উদ্দিন। গত সপ্তাহে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে গফরগাঁও-শিবগঞ্জ সড়কের ধোপাঘাট গ্রামের একটি নির্জনে বন্ধ মার্কেটের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
সোমবার সকালে আবারও ধর্ষণের চেষ্টাকালে মাদ্রাসাছাত্রীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত দবির উদ্দিন পালিয়ে যান। পথচারীরা ওই ছাত্রীকে উদ্ধার করে মাদ্রাসায় নিয়ে যায়।
ঘটনা শুনে মাদ্রাসায় উপস্থিত ছাত্রীরা অভিযুক্তের বিচার ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।
এদিকে গফরগাঁও থানা পুলিশ বিকাল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত দবির উদ্দিনকে ধোপাঘাট গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে।
মাদ্রাসার অধ্যক্ষ আখতারুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত দবির উদ্দিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ দবির উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com