ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রর্বাট মিলার। রাষ্ট্রদূতকে গফরগাঁও রেলস্টেশন ঘুরে দেখান বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন ও বাণিজ্যিক) তৌহিদুল ইসলাম রুবেল, রেলওয়ের সহকারী কমান্ডেন্ট শহিদুল ইসলাম ও গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ চৌধুরী।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রর্বাট মিলার ট্রেন থেকে নেমে প্রায় ১০ মিনিট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান করেন। তিনি প্লাটফর্মে অবস্থিত কড়ইতলা এলাকায় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেলভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। মার্কিন রাষ্টদূতকে সাধারণ যাত্রীরাও স্বাগত জানান।
মার্কিন রাষ্ট্রদূত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১৩১৫ নং বগিতে ( চ কোচে) চড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহে আসেন।
![](http://gouripurnews.com/wp-content/uploads/2024/12/momomomomooosan.jpg)
![](http://gouripurnews.com/wp-content/uploads/2024/12/momomomomooosan-1.jpg)
ইমেইলঃ news.gouripurnews@gmail.com