ময়মনসিংহমঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁও রেলস্টেশন পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৩, ২০১৯ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রর্বাট মিলার। রাষ্ট্রদূতকে গফরগাঁও রেলস্টেশন ঘুরে দেখান বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন ও বাণিজ্যিক) তৌহিদুল ইসলাম রুবেল, রেলওয়ের সহকারী কমান্ডেন্ট শহিদুল ইসলাম ও গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ চৌধুরী।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রর্বাট মিলার ট্রেন থেকে নেমে প্রায় ১০ মিনিট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান করেন। তিনি প্লাটফর্মে অবস্থিত কড়ইতলা এলাকায় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেলভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। মার্কিন রাষ্টদূতকে সাধারণ যাত্রীরাও স্বাগত জানান।

মার্কিন রাষ্ট্রদূত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১৩১৫ নং বগিতে ( চ কোচে) চড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহে আসেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com