ময়মনসিংহশনিবার , ২০ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গলায় বিস্কুট আটকে তিন বছরের শিশুর করুণ মৃত্যু

গৌরীপুর নিউজ
এপ্রিল ২০, ২০১৯ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

গলায় বিস্কুট আটকে মিতা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমিরন মন্ডল মিলনের মেয়ে। তাদের বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মিলন মন্ডল কলেজে ও স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে। একপর্যালে গলায় বিস্কুট আটকে গেলে তাপসী মন্ডল টের পান। অবস্থা বেগতিক দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন বলেন, হাসপাতালে যখন তাকে আনা হয় তখন সে মৃত ছিল।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com