গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান পদের ফলাফল :
মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম স্বতন্ত্র-আ”লীগ) ৩৭০৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী আলী আহম্মদ খান পাঠান (মোটর সাইকেল স্বতন্ত্র-আ”লীগ)- ২৬৬৪৪ ভোট, বিধু ভুষন দাস নৌকা – ২৪০৮৪ ভোট ।
ভাইস -চেয়ারম্যান সোহেল রানা (পালকি) ২৩৩১৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ সানাউল হক (তালা) ১৬০৬৩ ভোট।
মহিলা সালমা আক্তার রুবি (প্রজাপতি) ২৯৭৮২ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী রাবেয়া ইসলাম ডলি (হাঁস) ২৩১৪৫ ভোট ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com