স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিবস কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপেিত্ব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ক্রীড়াবিদ সাঈদ আহমেদ হারুন, খেলোয়াড় অন্তর মিয়া, অনিক সরকার, শামীম মিয়া, মাছুম আহমেদ, সুমন মিয়া, অপু প্রমুখ। পরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com