স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গৌরীপুর কৃষ্ণচূড়া চত্বরে রোববার (৭ এপ্রিল/১৯) নেত্রকোণা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ও গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের এক্স ক্যাডেট কর্পোরাল বিজয় রবিদাসের হত্যাকান্ডে জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিএনসিসি ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
ঘাতক ট্রাক চালককে গ্রেফতার, হত্যাকান্ডের বিচার ও তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান বক্তাগন।
বিএনসিসি ক্লাব গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সাবেক সার্জেন্ট এমদাদুল হক আকন্দ সভাপতিত্বে সাবেক ক্যাডেট আন্ডার অফিসার আল ইমরান মুক্তার সঞ্চালনায় শোকাবহ ঘটনার বর্ণনা দেন বিজয় রবিদাসের বন্ধু বিএনসিসি’র সিইউও মোঃ আল-আমিন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
নিরাপদ সড়ক ও বিজয় রবিদাসের হত্যাকান্ডে বিচারের দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শাহ্জাহান, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, রেজাউল করিম, ফুলন রাণী চাকী, আব্দুল কাইয়ুম আকন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, আউলাদ হোসেন জসিম, তাসাদ্দুল করিম, এক্স ক্যাডেট মাহমুদুল হাসান হিমেল, গৌরীপুর সরকারী কলেজ কন্টিনজেন্ট এর ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আল-আমিন, এক্স ক্যাডেট কর্পোরাল আলমগীন কবীর, এক্স ক্যাডেট কর্পোরাল দেলোয়ার হোসেন, এক্স ল্যান্স করর্পোরাল সোহেল রানা, এক্স ক্যাডেট মেহেদি হাসান, আসাদুজ্জামান, হাসমত উল্লাহ, বর্তমান ক্যাডেট, শাহিন মিয়া, কাউসার আহাম্মেদ, লিমন মিয়া, সজিব মিয়া, শাহিন মিয়া, সাব্বির হাসান দয়াল, হৃদয় মিয়া, অনিক হাসান, আউয়াল মিয়া, শাকিল মিয়া, মোঃ আজিজুল মিয়া, মোঃ আনারুল বাদশা, মোঃ রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম শাওন, ফজলে রাব্বী, শরিফুল ইসলাম, মোঃ উবাইদুল্লাহ আল ইমরান, প্রভাতী কোচিং সেন্টারের পরিচালক ইমরান হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে বিজয় রবিদাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় গত বৃহস্পতিবার (৪ এপ্রিল/১৯) রাতে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে নিহত হন।
নিহত বিজয় রবিদাস ২০১৫সালে জিপিএ-৫ পেয়ে লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গৌরীপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে। তিনি নেত্রকোণা সরকারি কলেজে গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com