স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৭ এপ্রিল/১৯) ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যাকা- ও গৌরীপুরে এক নারী মেডিকেল অফিসারকে উত্ত্যক্তকরণসহ সারাদেশে যৌন হয়রানি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিএইচআরসি উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, বিএইচআরসি গৌরীপুর শাখার সহসভাপতি মো. এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল মোমেনীন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজনের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, ব্যবসায়ী মো. আলমাস কবীর, মো. হারুন মিয়া প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com