ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯

রোগী সেজে নারী চিকিৎসককে উত্ত্যক্তকারী সেই বখাটে যুবক গ্রেফতার

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৫, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার: রোগী সেজে এক নারী চিকিৎসককে উত্ত্যক্তকারী সেই বখাটে যুবক রুবেল খান (২৫) কে গ্রেফতার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) রাতে নেত্রকোনা জেলার পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ওই বখাটে যুবক গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ভুক্তভোগী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, রোগী সেজে বেশ কিছুদিন ধরে হাসপাতালে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওই বখাটে যুবক রুবেল। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা করতে পারেননি তিনি। সর্বশেষ সোমবার (২২ এপ্রিল) তিনি হাসপাতাল থেকে ময়মনসিংহ শহরে নিজ বাসার উদ্দেশে রওয়ানা করেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে যেতে রিকশায় উঠলে রুবেল তার পথ আঁকড়ে দাঁড়ান। এ সময় সিগারেট পান করছিলেন রুবেল। এক পর্যায়ে রিকশায় চড়ে তার সঙ্গে বাসস্ট্যান্ডে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু এই চিকিৎসক তার সঙ্গে না যেতে চাইলে অন্য একটি রিকশা করে বাসস্ট্যান্ডে আসেন রুবেল। বাসে ওঠার পরও চিকিৎসককে উত্ত্যক্ত করতে থাকেন রুবেল। প্রথমে পানি ও পরে কফি এনে তাকে খেতে জোর করেন। কিন্তু তিনি খেতে না চাইলে তার মুখে চেপে ধরেন। এ সময় আত্মরক্ষার্থে রুবেলকে কিলঘুষি ও ধাক্কা দিয়ে নিচে নেমে পড়েন তিনি। পরে সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফারহানা করিমের বাসায় গিয়ে আশ্রয় নেন তিনি। পরে ইউএনওর পরামর্শে ওইদিন রাতে গৌরীপু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com