শামীম খান: বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
রবিবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে তিনি এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, মুসলমানগণ যাতে শান্তিতে মহান আল্লাহ’র ইবাদত করতে পারেন এজন্য জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন। এ প্রকল্পের আওতায় গৌরীপুর বায়তুল আমান জামে মসজিদের স্থানে মডেল মসজিদ নির্মাণ হতে যাচ্ছে।
এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মাজহারুল মান্নান, গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
পরে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব শামছুল হক।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোখলেছুর রহমান খান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউসূফ আলী, কমিটির সাবেক সাধারণ সম্পাদক মহব্বত আলী চৌধুরী সবুর, কৃষকলীগ নেতা মতিউর রহমান রফিক, যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, সাংবাদিক শামীম খান, গৌরীপুর ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারি ফয়েজুর রহমান, এমপির ব্যক্তিগত সহকারি মীর্জা মোহাম্মদ তাহমীদ, ছাত্রলীগ নেতা উমর ফারুক, ফজলে রাব্বি চৌধুরী রুপু, আল হোসাইন প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com