ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯

গৌরীপুরে সোনালী ধানে কৃষকের স্বপ্ন পূরনের আশা

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৩, ২০১৯ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল কাদির: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বোরো ধানের ক্ষেত সবুজের সমারোহে ভরে উঠেছে। সবুজ ধানের দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। কিছু কিছু এলাকায় অল্পসরে ধান কাটা শুরু হলে ও বেশীর ভাগ এলাকায় ধানের শীষ সোনালী বর্ন আসতে শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা মনে করছেন ১০ থেকে ১৫ দিনের মধ্যেই তাদের কষ্টার্জিত ফসল পুরো পুরি ঘরে তুলতে পারবেন। আশাতিত বাম্পার ফলনের প্রত্যাশায় চাষীদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় গেছে, চলতি মৌসুমে উপজেলার ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ২০ হাজার ৬৯০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও রোপন হয়েছে তার চেয়ে বেশী। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৈশাখী বাতাসে দোল খাছে ধানের শীষ , বোরো ক্ষেত পরিচর্যার কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার রামগোপালপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম, আবুল হাসিম, কহেড়ার শাহজান সহ অন্যান্য কৃষকরা জানান, গত কয়েক বছরের ন্যায় এবারও বোরো মৌসুমে চাহিদা মাফিক বিদ্যুৎ ও সার পেয়েছেন। নিদিষ্ট সময়ে তারা বিরামহীন ভাবে চারা রোপন করতে পেরেছেন। এছাড়া এবার আবহাওয়া অনুকুলে থাকায় ক্ষেতে রোগ বালাইয়ের প্রাদুর্ভাব কম হয়েছে। ধান কাটা মাড়ার মৌসুম পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে কৃষকরা আশাতীত ফলন ঘরে তোলার স্বপ্ন দেখছেন। তবে দাম নিয়ে শঙ্কিত, দাম ভাল থাকলে তাদের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন তারা ।

গৌরীপুর উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার এ প্রতিবেদক কে জানান, এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে কৃষকরা বোরো আবাদ হয়েছে। কৃষি অফিসের কর্মকর্তাগণ ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ ক্ষেত পর্যবেক্ষণ ও চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনিও প্রত্যাশা করেন, এবার উপজেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com