স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় স্থানীয় ১৫৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com