ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ৮ জুয়ারী গ্রেফতার

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৮, ২০১৯ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল কাদির: ময়মনসিংহের গৌরীপুরে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানার পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাতে এ উপজেলার গোবিন্দপুর ও শাহগঞ্জ এলাকায় জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- মইলাকান্দার শোলপাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মাসুদ মিয়া (২৫), মৃত রহুল আমিনের ছেলে মিলন মিয়া (৩২), অচিন্তপুরের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হান্নান মিয়া (৪৭), আব্দুল বারেকের ছেলে কামাল উদ্দিন (৩৫), মৃত মুর্তুজ আলীর ছেলে নয়ন মিয়া (৫০), আব্দুল কদ্দুছের ছেলে জিয়া (৪৫), মৃত আক্কাছ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫২) ও মৃত ফজর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৪৫)।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উল্লেখিত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিল। তাদেরকে আটক করতে এর আগে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ত। শনিবার রাতে জুয়া খেলারত অবস্থায় উল্লেখিত ৮ জুয়ারী পুলিশের হাতে আটক হলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com