তারিফুল ইসলাম: বৈষম্য দূর করে ও জ্ঞানের আলো জ্বালাতে সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের শিশুদের পাশে দাঁড়ালো ময়মনসিংহের গৌরীপুরের কতিপয় উদ্যমী তরুণ। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে স্বেচ্ছাশ্রমে গৌরীপুর পৌরশহরের হরিজন পল্লীতে কিছু তরুন চালু করেছে হরিজন সম্প্রদায় শিশুদের জন্য অস্থায়ী স্কুল।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর হেল্পলাইন’ এর এডমিন ও সদস্যরা এ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। এ স্কুলে হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে।
ফেসবুক গ্রুপ ‘গৌরীপুর হেল্পলাইন’ এর এডমিন জয় বিশ্বাস বলেন, গৌরীপুর হেল্পলাইন একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই হেল্পলাইনের মাধ্যমে মানুষকে স্বেচ্ছায় সেবা দেওয়া চেষ্টা করা হয়।
হরিজন পল্লির অস্থায়ী স্কুলটা আমাদের হেল্পলাইনের কার্যক্রম একটি অংশ মাত্র এর মাধ্যমে আমরা হরিজন পল্লির শিশুদের অক্ষর জ্ঞান প্রদান করছি।
আমাদের এই স্কুলে শিশু শিক্ষার্থীর সংখ্যা ২০। খুব শীঘ্রই আমরা আরেকটা স্কুল প্রোগ্রাম শুরু করব বড়দের জন্য।
এই গ্রুপের প্রধান এডমিন মুস্তাকিম আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত ‘হরিজন’ শিশুরা প্রতিনিয়ত বৈষম্য ও গঞ্জনার শিকার হয়।
ফলে কিছুদিন স্কুলে যাওয়ার পর হরিজন শিশুরা আর স্কুলে যেতে চায়না। এ কসময় শিক্ষাবিমুখ হয়ে পড়ে এরা। শিক্ষার আলো পৌঁছে দিতে এবং সম্প্রদায়ের শিশুদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষেই আমাদের এই উদ্যোগ।
পল্লীর অবিভাবকেরা যথেষ্ট শিক্ষিত না হওয়ায় তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিতে পারেন না। অবহেলিত মানুষের শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাব।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com