ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

গৌরীপুর নিউজ
এপ্রিল ১৪, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইয়াবা খাওয়ার টাকার জন্য ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রোববার ভোরে চট্টগ্রামের কাজির দিউরি ২নং গলিতে এ ঘটনা ঘটে। ছেলে রবিন বড়ুয়া ইয়াবা খাওয়ার টাকার জন্য বাবা রঞ্জন বড়ুয়াকে ছুরি মেরে খুন করেন।

নিহত রঞ্জন বড়ুয়ার (৫০) বাড়ি রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী এলাকায়। তিনি কাজীর দেউড়ি এলাকায় থাকতেন। এ ঘটনায় রঞ্জনের ছেলে রবিন বড়ুয়া ওরফে খোকনকে (২৫) আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জান জানান, কয়েক বছর আগে রবিনের মা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কলহ লেগেই থাকতো। এছাড়া রবিন মাদকাসক্ত ছিলেন। এ সব ঘটনার জেরে রাতে বাবা ও ছেলের মধ্য ঝগড়া বাধে। এক পর্যায়ে রবিনকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন রঞ্জন। এ সময় রবিন উত্তেজিত হয়ে তার বাবার গলায় নিচের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।

২০১০ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা থাকলেও পারিবারিক ঝামেলার কারণে পরীক্ষায় অংশ নেয়নি রবিন। ৫/৬ বছর আগে ইয়াবা আসক্ত হয়ে পড়ে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com