ময়মনসিংহশনিবার , ২৭ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

চবি ছাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলেছেন হেলপার

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৭, ২০১৯ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে। এ বিষয়ে নগরীর পাঁচলাইশ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বন্ধু।

ভুক্তভোগী ছাত্রীর নাম আফসানা ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর অভিযোগকারী রাশিদ শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের একই বর্ষের ছাত্র।

২৪ এপ্রিল দায়ের করা অভিযোগপত্রে রাশিদ লেখেন, ‘গত ২৩ এপ্রিল রাত ৯.৪৫ মিনিট সময়ে আমার বান্ধবী একই বর্ষের আফসানা ফেরদৌসের সাথে ১০ নম্বর বাসে নগরীর জি.ই.সি মোড় থেকে মুরাদপুর আসছিলাম। মুরাদপুর আসার পর আমি নেমে যাই, তবে আমার বান্ধবী নামার আগেই বাস ছেড়ে দেয়। কিছুদূর যাওয়ার পর আমার বান্ধবীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমার বান্ধবী বাজেভাবে আহত হয়। ঘটনার সাথে বাসের হেল্পার ও ড্রাইভার সরাসরি যুক্ত ছিল।’

এ বিষয়ে রাশিদ শাহরিয়ার বলেন, ‘আমাদের নেমে যাওয়ার জন্য বাস থামায়নি, স্লো করেছিল মাত্র। আমি চলন্ত বাস থেকে নামলেও আমার বান্ধবী নামতে ভয় পাচ্ছিল। সে বাস থামাতে বললে চালক তার উপর ক্ষেপে যায়। একপর্যায়ে হেল্পার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

‘ওই ঘটনায় আফসানার হাত ও পায়ের বিভিন্ন অংশে চামড়া ছিলে রক্ত পড়তে থাকে। তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে থাকা ডাক্তারকে দেখানো হয়।’
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রাশিদ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বাসটি শনাক্তের চেষ্টা করছি। তবে মেয়েটা ওই বাসের নম্বর জানে না। বাস শনাক্ত হলে ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com