ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০১৯

জবিতে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৭, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন‘ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের’উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিগ্যান আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদের (মানিক) সঞ্চালনায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সিআইডির সহকারী পরিচালক হেলাল উদ্দিন বদরি, সহকারী পুলিশ সুপার ফারিয়া আফরোজ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি মো. ইসরাঈল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com