জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন‘ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের’উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিগ্যান আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদের (মানিক) সঞ্চালনায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সিআইডির সহকারী পরিচালক হেলাল উদ্দিন বদরি, সহকারী পুলিশ সুপার ফারিয়া আফরোজ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি মো. ইসরাঈল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com