ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০১৯

জামালপুরে কবির সঙ্গে আড্ডা

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৮, ২০১৯ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে গত ১২ এপ্রিল ওয়েবম্যাগ সাহিত্যবার্তার আয়োজনে কবির সঙ্গে আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার মধ্যমণি ছিলেন কবি অরবিন্দ চক্রবর্তী ও কবি নীহার লিখন।

প্রথমেই কবি অরবিন্দ চক্রবর্তীর হাতে ‘ময়ূখ’ পত্রিকা তুলে দেন সহ-সম্পাদক আশরাফুর রহমান খান। কবি নীহার লিখনের হাতে তুলে দেন পত্রিকার উপদেষ্টা ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল।

অনুষ্ঠানের সমন্বয়ক রচয়িতা সম্পাদক আরিফুল ইসলাম চৈত্রের প্রায় শেষ বিকেলে কবিতার পসরা নিয়ে হাট বসান ব্রহ্মপুত্র কালচার একাডেমি কক্ষে।

অনুষ্ঠানকে কথামালায় মুখরিত করেন ছন্দে-ঝিনাই সম্পাদক ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, অরবিন্দ চক্রবর্তী, নীহার লিখন, ময়ূখ সম্পাদক ভোলা দেবনাথ, আব্দুল হাই আলহাদী।

কবিতা পাঠ করেন আশরাফুর রহমান খান, আমিনুর রহমান লরেন্স, রাজন্য রুহানি, আজিজ আহম্মেদ, লিখন প্রমুখ।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com