ময়মনসিংহশনিবার , ২৭ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

জায়ানকে নিয়ে সুজন হাজংয়ের কবিতা

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৭, ২০১৯ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত
এই রক্ত আমাদের রাজপুত্র জায়ানের।
জায়ান তোমার রক্তের দাগ শুধু শ্রীলঙ্কার বুক
চিরে নয়, বাংলাদেশের বুক চিরে মিশে থাকুক ইতিহাসে।
আজ তোমার কান্নার কোন রং নেই
মনে হয় পৃথিবীর সব রং লাল।

এখানে সমবেদনার ভাষা জানাতে এসো না কেউ,
এখানে মুছে দিতে এসো না আমাদের দু’চোখ ভরা অশ্রু
এই অশ্রু ঝরুক লাল রক্তের মত
এই অশ্রু ঝরুক অবিরাম, অনন্তকাল।

আজ মৃত্যুর মিছিলে কোন প্রতিবাদের স্লোগান নয়,
কেবল নিস্তব্ধ, নীরবতায় লজ্জায় মাথা
নিচু করে দাঁড়াও পৃথিবী।
দেখো ইতিহাসের পাতা ছিড়ে খেয়ে ফেলেছে খুনি সভ্যতা,
এখানে কোন মানবতা নেই।
নেই কোন অবুঝ শিশু কিংবা বৃদ্ধের জীবনের মূল্য।

যেখানে মসজিদ, মন্দির, গীর্জা কিংবা প্যাগোডায়
প্রার্থনারত অগণিত মানুষের বুকের তাজা রক্ত ঝরে
সেখানে আমরা বর্ণবাদহীন পৃথিবীর স্বপ্ন কী করে দেখব?

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com