ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০১৯

‘ডিজিটাল আইন অপসাংবাদিকদের ভয়ের কারণ’

গৌরীপুর নিউজ
এপ্রিল ১৪, ২০১৯ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা অবাধ স্বাধীনতা ভোগ করছেন। শেখ হাসিনা সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার উন্নয়নে এক দশক ধরে এই সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘ডিজিটাল আইন অপসাংবাদিকদের ভয়ের কারণ। সুস্থ সাংবাদিকতায় এই আইন কোনভাবেই বাধা হবে না।’ সত্য ও তথ্যবহুল সংবাদ সমাজের সামনে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এতে দেশ ও জাতি উপকৃত হবে।’

রবিবার সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বলেন, ‘এ সরকার গণমাধ্যমবান্ধব। শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরুন। সরকার আপনাদের পাশে আছে, আগামীতেও থাকবে।’

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে ও সাংবাদিক ভজন সরকারের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন খসরু, অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি লাভলু পাল চৌধুরী।

শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com