ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০১৯

নকলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, তরুণ গ্রেপ্তার

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৭, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে; এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, শনিবার ওই ছাত্রীর দাদা থানায় অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান রানা (১৮) উপজেলার বালিয়াদী গ্রামের চান মিয়ার ছেলে।

ওসি শাহনেওয়াজ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে রানা বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়। প্রায় পাঁচ মাস পর পরিবারের সদস্যরা জানতে পেরে মামলা করেন।

ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com