নেত্রকোণা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহা সভাপতি ও আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্যকে সাধারণ সম্পাদক রেখে সেক্টর কমান্ডারস ফোরাম কেন্দ্রীয় কমিটির সহাসচিব হারুন হাবীব স্বাক্ষরিত পত্রে ২৫ সদস্য বিশিষ্ট্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
আগামী তিন বছর এই কমিটি নেত্রকোণা জেলায় মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও ইতিহাস চর্চায় নিবেদিত থাকবেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, মো: আইয়োব আলী, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা মো: জুবেদ আলী, কাজী তরিকুল আলম,সাংগটনিক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান গাজী মর্তুজা হোসেন কামাল, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রচার সম্পাদক আলী হায়দার খান পাঠান পিন্টু, দপ্তর সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিক, আইন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট একেএম আনোয়ার আজাদ কালাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান শাহীন উদ্দিন আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র চন্দ, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলকা রাণী রায়, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল রেজ্জাক, নির্বাহী সদস্য রয়েছেন, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মুক্তিযোদ্ধা শামছুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা একলাছ আহমেদ কোরেশী, মুক্তিযোদ্ধা রুহিদাস দেবনাথ, মুক্তিযোদ্ধার সন্তান ও আটপাড়া উপজেলা চেযারম্যান খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ হোসেন, অধ্যাপক মানিক রায়।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com