ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গৌরীপুর নিউজ
এপ্রিল ১৪, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার আদাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের ছেলে আব্দুস সাত্তার (১৭) এবং দুলালের ছেলে সেলিম (১৮)। নিহত সাত্তার একাদশ শ্রেণিতে পড়ত এবং সেলিম এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা দুইজনই নববর্ষ উপলক্ষে বেড়াতে বের হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালিহাতীর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, সাত্তার ও সেলিম এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com