ময়মনসিংহশুক্রবার , ১২ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গৌরীপুর নিউজ
এপ্রিল ১২, ২০১৯ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে (১২ই এপ্রিল) শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে ওই ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মাহিয়া (৬) ও জবা (৭)।

মাহিয়া নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ও জবা চরনিয়ামত গ্রামের জাহাঙ্গীরের মেয়ে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহিয়া নানাবাড়ি বেড়াতে এসে মামতো বোন জবাকে নিয়ে দুপুরে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পেড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে দুই বোনকে পানি থেকে উদ্ধার করা হয়।

বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com