ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে অটোভ্যান চাপায় মিলন নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। শিবগঞ্জ টু কেশরগঞ্জ রোডে কালারচর নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত মিলন কালারচর গ্রামের দারুল ইসলামের পুত্র ও কালারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ।
স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানিয়েছেন, মিলন একজন ভালো ছাত্র ছিল। স্কুলের কাছেই তার বাড়ী। স্কুল বন্ধ থাকায় সকালে ৪/৫ জন বন্ধু মিলে অটোভ্যান নিয়ে খেলা করছিল হঠাৎ ভ্যান উল্টে নিচে পড়ে যায় মিলন। এতে মিলন মারাত্বক আহত হলে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় মা-বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com