ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০১৯

ফুলবাড়িয়ায় সোহান হত্যা মামলায় গ্রেফতার ৪

গৌরীপুর নিউজ
এপ্রিল ২৯, ২০১৯ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোহান হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান হবি (৪০), আব্দুর রহমান (১৯), শফিকুল ইসলাম (৩৫) ও আমির আমজা (১৬)। তারা সবাই উপজেলার সুরেরপাড় গ্রামের বাসিন্দা।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সুরেরপাড় গ্রামের সোহানের সাথে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের সফিকুলের মেয়ে সানজিদার। গত ৮ মার্চ রাতে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান মেয়ের চাচাত ভাই আব্দুর রহমান। এ সময় সে সোহানকে আটক করে তার বাবা হবি ও চাচাত ভাই হামজাকে নিয়ে আসে। পরে তারা সোহানকে নিয়ে হামজার বাড়ির বারান্দায় নিয়ে মারধর করে ও মুখ চেপে ধরে হত্যা করে। ওইদিন রাতেই তারা ৪-৫ জন মিলে লাশ বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে রাখে।

পরদিন ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। এ দিন নিহতের বাবা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

কিন্তু থানা পুলিশ এ হত্যার রহস্য উদঘাটন না পারায় এ মামলার তদন্তভার বর্তায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। এ বিষয়ে গত ২৫ এপ্রিল ডিবি থেকে এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মো. আকরাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

পরে তার নেতৃত্বে ডিবির টিম চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদঘাটন করে শনিবার (২৭ এপ্রিল) ওই এলাকায় অভিযান চালিয়ে জড়িত চার আসামিকে গ্রেফতার করে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com