নেত্রকোণার মদন পৌর শহরের দেওয়ান বাজারে আগুনে পুড়ে গেছে একটি বসতঘরসহ ২৫টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে ১১টি কাপড়ের দোকান ছাড়াও স্টেশনারি, দর্জি, কামারের দোকান ও বসতঘর রয়েছে।
মদন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, বাজারের সুশীল পালের কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন ও আটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আনুমানিক তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com