ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০১৯

মিনি কম্পিউটার তৈরি করেছে দশম শ্রেণির ছাত্র

গৌরীপুর নিউজ
এপ্রিল ১৯, ২০১৯ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজের অদম্য ইচ্ছে শক্তি আর বাবার অনুপ্রেরণায় মিনি কম্পিউটার তৈরি করেছে নেত্রকোনা জেলার মদন উপজেলার দশম শ্রেণির ছাত্র কামরুজ্জামান আল হাদি। মাঝে মধ্যে বাসার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে হাদি নিজেই তা মেরামত করতো। এ থেকেই তার মাথায় আসে কম্পিউটার তৈরির চিন্তা।

হাদি প্রাথমিকভাবে মোবাইলের মনিটর ব্যবহার করে, টিনের তৈরি সিপিইউর বক্স বানিয়ে তাতে মোবাইলের মাদারবোর্ড ব্যবহার করে দেয়া হয়েছে সিপিইউর পূর্ণাঙ্গ সেটাপ। আর হাতে লেখা অক্ষর প্রতিস্থাপন করে তৈরি করেছে কী-বোর্ড। পরিত্যক্ত সিডির চাকা ও টিনের আবরণের মধ্যে তার সংযুক্ত করে তৈরি করেছে মাউস।

টিনের তৈরি সিপিইউ থেকে একটি সাউন্ডবক্সের সংযোগ দেয়া হয়। মোবাইলে ব্যবহৃত ব্যাটারির মাধ্যমেই চলে এ মিনি কম্পিউটারের অডিও, ভিডিও, এমএস ওয়ার্ড ও ইন্টারনেট প্রোগ্রাম।

ছোট আকারের এ কম্পিউটার তৈরিতে খরচ হয়েছে প্রায় ২০০০ টাকা। ৬ মাস ধরে কাজ করে নিজেই তৈরি করেছে এ কম্পিউটার।

কামরুজ্জামান আল হাদি জানায়, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলা উচিত।

বাবা পেশায় একজন শিক্ষক। মা গৃহিণী। ৪ ভাই ৫ বোনের মধ্যে হাদি চতুর্থ। হাদির বাবা মাওলানা সাইদুর রহমান জানান, প্রথমে তারা বিরক্ত হলেও পরে ছেলের অদম্য ইচ্ছার প্রতি সমর্থন জানান এবং যাবতীয় খরচ বহন করেন।

এ ব্যাপারে হাদির শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক খান বলেন, মদন উপজেলা থেকে জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এরি মধ্যে হাদি সুনাম কুড়িয়েছে।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান জানান, হাদির মিনি কম্পিউটার তৈরির বিষয়টি তিনি অবগত আছেন। তাকে উপজেলা থেকে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলা থেকে পাঠানোর ব্যবস্থাও করেছেন তিনি। তার পৃষ্ঠপোষকতা দরকার বলেও তিনি মনে করেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com