নতুন ই-বাইক আনল চীনের শাওমি। মডেল হিমো টিওয়ান। এই ই-বাইকের বিশেষত্ব হচ্ছে এটি এক চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
এই ইলেকট্রিক সাইকেলে আছে ৯০ মিলিমিটার চওড়া টায়ার। থাকছে মাল্টি ফাংশন কম্বিনেশন সুইচ, ডিজিটাল ডিসপ্লে।
চীনের বাজারে শাওমির নতুন ই-বাইকের দাম ২৯৯৯ ইয়েন।
৪ জুন থেকে দেশটির বাজারে এটি বিক্রি শুরু হবে। তবে চীনের বাইরে কবে এই ইলেকট্রিক সাইকেল লঞ্চ হবে তা জানায়নি শাওমি।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com