শেরপুর সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।
শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গিনাপাড়া গ্রামে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার এসআই সুরেশ রাজবংশী জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাদিরা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস জামালপুর থেকে শেরপুর আসছিল।
“গিনাপাড়া গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হন।”
এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com