শাহজাহান কবির: ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৭ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর সাবেক এম.সি.এ বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিকেল সাড়ে ৫টায় এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য সাবেক এম.সি.এ মরহুম হাতেম আলী মিয়া ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর, একজন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী, মুজিব নগর সরকারের কর্মচারী (সিরিয়াল নং-১২০৪ ক্রমিক নং-২৮৮), গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাংবাদিক।
২০০৫ ইং সনের ২৭ এপিল তিনি মৃত্যুবরণ করেন।
গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় হাতেম আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোখলেছুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক মরহুমের সন্তান হারুন অর রশিদ, সহ সভাপতি দেওয়ান খসরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর শাখার সভাপতি উজ্জল চন্দ্র, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংবাদিক শাহজাহান কবির প্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মাওলা।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com