পহেলা বৈশাখে সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে নাঈম মিয়া নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নাঈম মিয়া গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘোড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে। সে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, স্কুলছাত্র নাঈম মিয়া বিকেলে তার বন্ধুদের সঙ্গে যমুনা নদী বেষ্টিত গাইবান্ধার বালাসি ঘাটে ঘুরতে যায়। নৌকার উপরে উঠে সেলফি তোলার সময় কাঠ ভেঙে যমুনা নদীতে পড়ে যায়। তার সহপাঠিরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘণ্টা চেষ্টার পরে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com