ঢাকাবুধবার , ১ মে ২০১৯

‘আসল’ পুলিশের হাতে ধরা ‘নকল’ পুলিশ

গৌরীপুর নিউজ
মে ১, ২০১৯ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড় থেকে এক ভুয়া পুলিশকে আটক করেছে আসল পুলিশের সদস্যরা।

আজ বুধবার দুপুরে মো. আইয়ুব (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। আইয়ুবের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানা এলাকায় বলে জানা গেছে।

আটক আইয়ুব নিজেকে উপ-পুলিশ কমিশনারের (বন্দর) বডিগার্ড পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে আইয়ুবকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বন্ধু পুলিশ। তিনি শখের বসেই পুলিশের পোশাক কিনে পুলিশ সেজেছিলেন।’

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com