ঢাকারবিবার , ১৯ মে ২০১৯

ঈদের কাপড়ের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম

জেলা প্রতিনিধি
মে ১৯, ২০১৯ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে অভিযান চালিয়ে তিনটি কাপড়ের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শহরের তমালতলা এলাকার বিভিন্ন কাপড়ের দোকানে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান ও মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাপড়ের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্য দিয়ে রাখার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ঘটনায় পোশাক মেলার মালিক বিপ্লব চক্রবর্তীকে ৫০ হাজার টাকা, গুডলাকের মালিক বাদল ইসলামকে ২০ হাজার টাকা ও ফাহিম ফ্যাশনের মালিক আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক তিনটি কাপড়ের দোকানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কাপড়ের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্য দিয়ে রাখায় তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com